সিসিইউতে স্থানান্তর করা হয়েছে খালেদা জিয়াকে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত মেডিকেল টিমের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এই স্থানান্তরের কারণ ব্যাখ্যা না করে বলেছেন, খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
শনিবার, খালেদাকে ফলো-আপ চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে পুনরায় ভর্তি করা হয়েছিল। প্রায় এক সপ্তাহ আগে তিনি একই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন।
এ জেড এম জাহিদ হোসেন জানান, ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসার জন্য আগে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন, হাসপাতালে খালেদা জিয়ার কিছু মেডিকেল পরীক্ষা করা হয়েছে।
এ বছর তৃতীয়বারের মতো বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন। গত ১২ অক্টোবর জ্বর ও অন্যান্য কিছু স্বাস্থ্য জটিলতায় খালেদাকে দ্বিতীয়বার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
২৬ দিন চিকিৎসার পর গত ৭ নভেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। ২৫ অক্টোবর বিএনপি প্রধানকে এভারকেয়ার হাসপাতালে একটি অস্ত্রোপচার ও বায়োপসি পরীক্ষা করা হয়।
পরে, তার বায়োপসি রিপোর্ট পর্যালোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল এবং ক্যান্সারের কোনও লক্ষণ শনাক্ত করা যায়নি।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চক্ষু ও দাঁতের জটিলতায় ভুগছেন।
গত ২৭ এপ্রিল খালেদাকে করোনা সংক্রমণ নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনা পরবর্তী জটিলতা ও অন্যান্য কিছু অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যার জন্য তিনি ১৯ জুন পর্যন্ত সেখানে চিকিৎসা নিয়েছিলেন।