সিনিয়র পাইলট ক্যাপ্টেন মাহবুব চাকরিচ্যুত করল বিমান
কোনো না দর্শিয়েই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিনিয়র পাইলট ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে চাকরিচ্যুত করেছে বলে অভিযোগ উঠেছে।
ক্যাপ্টেন মাহবুবুর বাংলাদেশ বিমান এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি।
মঙ্গলবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে চাকরিচ্যুতির এই আদেশ জানানো হয় তাকে।
কিন্তু চিঠিতে তার চাকরিচ্যুতির বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
চিঠিতে শুধু বলা হয়েছে, অ্যাসোসিয়েশেন অভ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের আর্টিক্যাল ৫৯(বি)-এর ক্ষমতাবলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল এই চাকরিচ্যুতির আদেশ দিয়েছেন।