সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
বুধবার সকালে বৃষ্টিপাত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সকালে বৃষ্টির সময় চুয়াডাঙ্গা কোর্ট মোড় এলাকা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
বুধবার সকালে বৃষ্টিপাত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে অন্ধকার হয়ে গিয়েছিল রাজধানী। এর মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে।
রাজধানীর শ্যামলী, কলেজ গেট, ফার্মগেটসহ বেশ কিছু স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।