সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু

এসএসসি বা মাধ্যমিক ও সমমানের পরীক্ষা আজ সোমবার থেকে সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও সদ্য সমাপ্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে তা পিছিয়ে আজ শুরু হয়।
দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২০ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন শিক্ষার্থী।
৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসএসসি পরীক্ষা। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে এসএসসির ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষা ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ১ মার্চ পর্যন্ত চলবে। ৮ মার্চের মধ্যে দাখিলের ব্যবহারিক পরীক্ষা নিতে বলা হয়েছে।
৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা। ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। ৭ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে বাস্তব প্রশিক্ষণ।
গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন। পরীক্ষার্থী কমেছে সাড়ে ৮৭ হাজার। পূর্ববর্তী বছরের তুলনায় এবার ৪৬ হাজার ৭৮জন ছাত্র ও ৪১ হাজার ৪৭৬ জন ছাত্রী কমেছে। এবার মোট ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন পরীক্ষার্থী এসএসসি, ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন দাখিল এবং ১ লাখ ৩১ হাজার ২৮৫জন শিক্ষার্থী এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবে।
ছাত্রছাত্রী সংখ্যা অনুপাতে এবার ছাত্রীদের দলই ভারী। চলতি বছর ৭ লাখ ৯১ হাজার ৯১৮ জন ছাত্র ও ৮ লাখ ৪৩ হাজার ৩২২ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি ৫১ হাজার ৪০৪ জন। সারাদেশের ১৭ হাজার ৪৮২ টি স্কুলের শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছেন।
দাখিল পরীক্ষার জন্য নিবন্ধন করেছে ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্রসংখ্যা ১ লাখ ৩৪ হাজার ১৩৮ জন আর ছাত্রী ১ লাখ ৪৭ হাজার ১১৬ জন। ৯ হাজার ১১০টি মাদরাসা থেকে এসব শিক্ষার্থী দাখিল পরীক্ষা দেবে। দাখিলে ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি ১২ হাজার ৯৭৮ জন।
অন্যদিকে এবার এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন। এদের মধ্যে ৯৮ হাজার ৩০৭ জন ছাত্র আর ছাত্রী ৩২ হাজার ৯৭৮ জন। তারা ২ হাজার ২৯২ টি কারিগরি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন।