সাতক্ষীরায় ২০ কেজি হরিণের মাংস উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চৌদ্দরশি ব্রিজের নিচ থেকে ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশনের সদস্যরা শনিবার (১৩ নভেম্বর) এ হরিণের মাংস উদ্ধার করেন।
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বনবিভাগের সদস্যরা।
বুড়িগোয়ালিনী ষ্টেশন অফিসার (এসও) সুলতান আহম্মদ বলেন, "হরিণের মাংস পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে চৌদ্দরশি ব্রিজের নিচে রাস্তার উপর থেকে কর্কশিটের মধ্যে রক্ষিত অবস্থায় হরিণের মাংস পাওয়া যায়।
"তবে কোনো শিকারিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত হরিণের মাংসগুলো মাটিতে পুতে নষ্ট করা হয়েছে।"
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, হরিণ শিকারির দল কর্কশিটে করে হরিণের মাংস অন্য কোথাও পাচার করছিল।
এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এম এ হাসান।
এর আগে, গত রোববার (৭ নভেম্বর) সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার পাতাখালী এলাকা থেকে হরিণের মাংস ও মাথাসহ এক শিকারিকে আটক করে কোস্টগার্ড।