সাতক্ষীরায় নৌকার ভরাডুবি, এগিয়ে বিদ্রোহীরা
শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের তিন, বিদ্রোহী পাঁচ, বিএনপির স্বতন্ত্র দুই, জামায়াতের স্বতন্ত্র দুই ও জাতীয় পার্টির স্বতন্ত্র একজন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে বৃহস্পতিবার (১১ নভেম্বর) মধ্যরাতে এই ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল কবির।
নির্বাচিতরা হলেন- ধুলিহর ইউনিয়নে মিজানুর রহমান চৌধুরী (আ.লীগ- বিদ্রোহী), ফিংড়ি ইউনিয়নে লুৎফর রহমান (আ.লীগ- বিদ্রোহী), ভোমরা ইউনিয়নে ইসরাঈল গাজী (স্বতন্ত্র জাতীয় পার্টি), বৈকারী ইউনিয়নে মোস্তফা (আ.লীগ- বিদ্রোহী), লাবসা ইউনিয়নে আব্দুল আলিম (স্বতন্ত্র বিএনপি), কুশখালী ইউনিয়নে মাওলানা আব্দুল গফফার (স্বতন্ত্র জামায়াত)।
এছাড়া আগরদাড়ি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন কবির হোসেন মিলন (স্বতন্ত্র), বাঁশদহা ইউনিয়নে মাষ্টার মফিজুল ইসলাম (আ. লীগ), শিবপুর ইউনিয়নে এস.এম আবুল কালাম (বিদ্রোহী), ঝাউডাঙ্গা ইউনিয়নে আজমল হোসেন (আ. লীগ), ব্রক্ষরাজপুর ইউনিয়নে আলাউদ্দীন (আ. লীগ), ঘোনা ইউনিয়নে আব্দুল কাদের (বিদ্রোহী) ও বল্লী ইউনিয়নে এড. মহিতুল ইসলাম (স্বতন্ত্র বিএনপি)।
সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির জানান, ১৩টি ইউনিয়নে ৬৪ জন চেয়ারম্যান, ৪৯১ জন সাধারণ সদস্য পদে ও ১৬০ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১২৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।