সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক হাসান শাহরিয়ার মারা গেছেন।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান গণমাধ্যমকে তার মৃত্যুর কথা জানান।
পারিবারিক সূত্রে জানা যায়, করোনার লক্ষণ দেখা দিলে গত শুক্রবার হাসান শাহরিয়ারকে প্রথমে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও আইসিইউ-শয্যা সংকটের কারণে পরে তাকে ইমপালস হাসপাতালে স্থানান্তর করা হয়।