সরকারের কোভিড-১৯ টিকাদান পরিকল্পনায় পরিবর্তন
টিকাদান কর্মসূচীর প্রথম মাসে দেশে মোট ৬০ লাখ ডোজ ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা ছিল। কিন্তু সে লক্ষ্যমাত্রা কমিয়ে এখন প্রথম মাসে ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার রাজধানীর ক্যান্সার ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান।
চলতি মাসের ৭ তারিখ থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচী শুরু হওয়ার কথা রয়েছে।
টিকাদান কার্যক্রমের প্রথম পর্যায়ে সম্মুখসারির কোভিড যোদ্ধাদের পাশাপাশি স্বাস্থ্যকর্মী, সাংবাদিক এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যবৃন্দসহ অগ্রাধিকার পাবেন।
দেশে এখন ৫০ লাখ ডোজ ভ্যাকসিন রয়েছে যার মধ্যে ৫০ লাখ ডোজ ভারতের সেরাম ইন্সটিঊটের কাছ থেকে বাংলাদেশ সরকার ক্রয় করেছে; বাকিটা বাংলাদেশের জন্য ভারত সরকার উপহার হিসেবে প্রেরণ করে।