শিবগঞ্জে লক ডাউন: মারা যাওয়া ব্যক্তির করোনা ছিল না

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামে জ্বর ও শ্বাসকষ্টে মারা যাওয়া মাসুদ রানার শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন (ডিসিএস) ডা. মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে আসা ওই ব্যক্তি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৮ মার্চ নিজের বাড়িতে মারা যান। এ ঘটনার পর উপজেলা প্রশাসন ওই গ্রামের ১০টি বাড়ি লকডাউন করে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর করীর জানান, করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে আইইডিসিআর কর্তৃপক্ষের কাছে পাঠালে পরীক্ষার পর নিশ্চিত করা হয় মাসুদ রানার শরীরে ওই ভাইরাস ছিলো না।
আইইডিসিআর থেকে ওই রিপোর্ট পাওয়ার পরপরই লকডাইন প্রত্যাহার করায় ১০ বাড়ির মানুষই এখন স্বাভাবিক জীবনে ফিরেছেন।
অন্যদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বগুড়ায় হোম কোয়ারেন্টিন থেকে এখন পর্যন্ত ১৯০ জনকে স্বাস্থ্য সনদ দেওয়া হয়েছে। দেশে ফেরা প্রবাসীদের মধ্যে এখনও ৭৪৭জন হোম কোয়ারেন্টিনে থাকলেও তাদের কারো শরীরে করোনা ভাইরাসের উপসর্গ নেই।
তবে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল জানান, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে যে দুইজন হাসপাতালে এসেছেন তাদের রক্তের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।