শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়সীমা বাড়ল ৩০ মে পর্যন্ত

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়সীমা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন মঙ্গলবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ সময়ে অনলাইনে ক্লাস নিতে পারবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে, চলমান সাধারণ ছুটি ১৯ মে পর্যন্ত বাড়ানোর এবং ১০ মে থেকে স্বল্প পরিসরে দোকান ও শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
এদিকে, মঙ্গলবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯২৯ জন এবং মৃতের সংখ্যা ১৮৩ জনে দাঁড়িয়েছে।