লকডাউন বিধিনিষেধের ধারাবাহিকতা চলবে আগামী ২ দিন
করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত এক সপ্তাহব্যাপী লকডাউন শেষ হচ্ছে আজই। কিন্তু লকডাউন বিধিনিষেধের ধারাবাহিকতা আগামী দুইদিন, অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল বজায় থাকবে।
আজ রবিবার এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
চলমান এক সপ্তাহের লকডাউনে করোনা বিধিনির্দেশ পালনে দেখা গেছে উদাসীনতা।
লকডাউনের মাঝেই গত শুক্রবার (৯ এপ্রিল) থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখার নির্দেশনা জারি হয়। অফিসগামী যাত্রীদের দুর্ভোগ লাঘব করতে গণপরিবহন পুনরায় চালুর নির্দেশও দেয়া হয় সরকারের তরফ থেকে।
এমতাবস্থায় কোভিড-১৯ সংক্রমণের উদ্বেগজনক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শুক্রবার (৯ এপ্রিল) সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার দেশব্যাপী চলমান লকডাউন আরও এক সপ্তাহের জন্য বাড়ানোর কথা ভাবছে।
সেদিনই জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, দেশের সব সরকারি ও বেসরকারি অফিস আগামী ১৪ এপ্রিল থেকে টানা এক সপ্তাহের কঠোর লকডাউনের কারণে বন্ধ থাকবে। শুধু জরুরি সেবাগুলো চালু থাকবে।
এ সময়ে কোনো পরিবহন চলতে পারবে না। তৈরি পোশাক শিল্পের কারখানাগুলোও বন্ধ থাকবে।