লকডাউন বাড়ল ১৬ মে পর্যন্ত
চলমান লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ (সোমবার) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
এ সময়ে জেলার অভ্যন্তরে বাস চলাচল করার অনুমতি থাকলেও বন্ধ থাকবে আন্তঃজেলা বাস সার্ভিস। তাছাড়া, লকডাউন চলাকালে ট্রেন ও লঞ্চ সার্ভিসও বন্ধ থাকবে।
এ ছাড়া, পোশাক শ্রমিকদের জন্য তিন দিনের ঈদ ছুটিও ঘোষণা করা হবে।
এর আগে, দিনের শুরুতে, শুধুমাত্র মহানগরগুলোতে গণপরিবহন চলাচল পুনরায় চালু করার ব্যাপারে সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তর।
অবশ্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এবিএম খুরশীদ আন্তঃজেলা বাস চলাচল এখনই চালু না করার পরামর্শ দিয়েছেন।
বলে রাখা ভালো, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে সরকার দেশব্যাপী ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলাচলে সীমাবদ্ধতা আরোপ করে।
এরপর ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন আরোপ করা হয়। চলমান সেই লকডাউন এরপর ৫ মে পর্যন্ত বাড়ানো হয়। এবার বাড়ানো হলো ১৬ মে পর্যন্ত।
সরকার অবশ্য লকডাউনের কিছু বিধিনিষেধ শিথিল করেছে। এরমধ্যে রয়েছে সীমিত পরিসরে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়া।