লকডাউন আরও এক সপ্তাহ বাড়তে পারে
দেশে করোনাভাইরাসের সংক্রমণ হার এখনো আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় দেশজুড়ে আরোপ করা কঠোর লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে।
এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আগামী সোমবার। মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রথম আলো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই কর্মকর্তা জানান, আজ (শনিবার) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এ নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে, গত ১৪ এপ্রিল থেকে দেশজুড়ে সপ্তাহব্যাপী লকডাউন জারি রেখেছে সরকার। লকডাউনের এই কঠোর বিধিনিষেধ আগামী ২১ এপ্রিল শেষ হওয়ার কথা।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের প্রাণ নিয়েছে করোনাভাইরাস। এই নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ২৮৩।