লকডাউনে সচল থাকবে আখাউড়া স্থলবন্দর
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ হার বৃদ্ধি পাওয়ায় আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে এক সপ্তাহ সারা দেশ লকডাউন থাকবে। তবে এ লকডাউনের মধ্যেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি কার্যক্রম স্বভাবিক থাকবে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।
অবশ্য পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামীকাল বুধবার বন্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধ রাখা হবে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, রপ্তানি পণ্যের গাড়িগুলো লকডাউনের আওতামুক্ত থাকবে।
'লকডাউনেও আমাদের পণ্য রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বুধবার আমাদের এবং বৃহস্পতিবার ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে,' বলেন তিনি।
বলে রাখা ভালো, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরটি দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী স্থলবন্দর। বর্তমানে প্রতিদিন এ বন্দর দিয়ে কয়েক লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে।