রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা
আগামী রোববার শুরু হচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ।
দেড় ঘণ্টা করে প্রতিটি পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে।
প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে ১১টা ৩০ পর্যন্ত। দুপুর ২টা থেকে বিকাল ৩টা ৩০ পর্যন্ত নেওয়া হবে দ্বিতীয় শিফটের পরীক্ষা।
এ বছর মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসতে নিবন্ধন করেছে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য গ্রুপের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে না।
এ বছরের পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র তিনটি নির্বাচিত বিষয়ে এবং কম সিলেবাসে।
বোর্ডগুলোর দেওয়া তথ্য অনুসারে, বিজ্ঞান গ্রুপের এসএসসি পরীক্ষার্থীরা প্রতি বিষয়ে ৩২ নাম্বারের পরীক্ষায় বসবে। বাণিজ্য ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা বসবে ৪৫ নাম্বারের পরীক্ষায়।