রেড জোনে চট্টগ্রামের ৯ উপজেলা, নতুন শনাক্ত ১৫১

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে শহরের ১০টি এলাকার পর এবার চট্টগ্রামের ৯টি উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয় ঘোষিত রেড জোনগুলো হলো- আনোয়ারা, বাঁশখালী, বোয়ালখালী, চন্দনাইশ, পটিয়া, রাঙ্গুনিয়া, রাউজান, সীতাকুণ্ড ও হাটহাজারী।
অন্যদিকে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২৩৫ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে ৯টি উপজেলাকে রেড জোন, তিনটি উপজেলাকে হলুদ জোন ও দুটি উপজেলাকে সবুজ জোন ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৯ জন নগর ও ৬২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষা হয়েছে ৭০৩টি।
সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ২৩৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে আক্রান্ত ৫১ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭৬টি নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষিত ৩৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১৫৩ জনের নমুনা পরীক্ষা হয়। তারমধ্যে শনাক্ত ৩৫ জন। কক্সবাজার মেডিকল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের করোনা শনাক্ত হয়।
বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে পরীক্ষায় চট্টগ্রামের ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।