রাতেই দেশে ফিরছেন সৌদি আরবে নির্যাতিত সেই নারী
ভিডিওবার্তায় সৌদি আরবে নির্যাতনের শিকার হওয়ার তথ্য জানিয়ে আলোচনায় আসা বাংলাদেশি নারী হুসনা আক্তার (২৪) কে আজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি।
শাহজালাল বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেক্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন হুসনার স্বামী শফি উল্লাহ।
হবিগঞ্জের বাসিন্দা শফিউল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেক্সের পরিচালক আজ সকালে আমার মোবাইলে কল দিয়ে জানিয়েছেন রাত ১১ টায় হুসনাকে দেশে আনা হবে। আমি এখন শাহজালাল বিমানবন্দরে আছি। একটু আগে ফোনে হুসনার সাথে কথা হয়েছে। সে জানিয়েছে তাকে সৌদি বিমানবন্দরে আনা হয়েছে।
ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসানও রাত ১১ টায় হুসনার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। রিয়াদ বিমান বন্দর থেকে হুসনা নিজেই ব্র্যাককে দেশে ফেরার কথা জানিয়েছেন বলে জানান শরিফুল।
গত ৭ নভেম্বর গৃহকর্মী ভিসায় সৌদি আরব যান হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের মোছা. হুসনা আক্তার। ‘আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন’ নামের একটি এজেন্সি তাঁকে সেখানে পাঠায়।
সৌদি আরবে গিয়েই গৃহকর্তার নির্যাতনের শিকার হন তিনি। স্বামীর কাছে পাঠানো একটি ভিডিও বার্তায় নির্যাতনের কথা জানিয়ে তাকে দেশে ফিরিয়ে আনার আকুতি জানান হুসনা।
ভিডিও দেখে শফি উল্লাহ ছুটে যান আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফিসে। তখন এজেন্সির লোকজন হুসনাকে দেশে আনতে দুই লাখ টাকা দাবি করে। এরপর কোনো উপায় না দেখে এক আত্মীয়ের মাধ্যমে সেই ভিডিও ফেসবুকে আপলোড করেন শফিউল্লাহ, যা ছড়িয়ে পড়ে দেশজুড়ে।
এনিয়ে আলোচনা-সমালোচার মধ্যে হুসনাকে দেশে ফেরাতে উদ্যোগী হয় সরকার।
মঙ্গলবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে গৃহকর্মী হুসনা আক্তারকে উদ্ধার করে সেফ হোমে আনা হয়েছে।