রাজারবাগ পীরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে দুদক
রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমানের ব্যাংক হিসাবের তথ্য জানতে চেয়ে ৫৪টি ব্যাংক ও ৬৪ জেলার সাব-রেজিস্ট্রার অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা গেছে, চিঠিগুলো বুধবার পাঠানো হয়েছে।
দিল্লুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নেওয়া হলো।
এর আগে মামলাটি তদন্তে উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ১৬ নভেম্বর তিন সদস্যের একটি দল গঠন করে দুদক।
এই তদন্ত দলের অন্য সদস্যরা হলেন—সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম ও উপসহকারী পরিচালক মো. আলতাফ হোসেন।
দলটির তদারকি করছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
এর আগে পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে দেশের অনিয়মের মাধ্যমে বিভিন্ন স্থানে সাত হাজার একর জমি দখল, অবৈধভাবে রাবার বাগান দখল ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পায় দুদক।
১৬ সেপ্টেম্বর আটজন ভুক্তভোগী সারা দেশে ছয়টি জেলায় দিল্লুর রহমান ও তার অনুসারীদের করা ৩৪টি মামলায় হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। পরিবারগুলো দাবি করেছে যে, মামলাগুলো তাদের হয়রানি এবং সম্পত্তি দখল করার জন্য দায়ের করা হয়েছিল।
সারা দেশে আবেদনকারীদের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর মামলা দায়েরের অভিযোগে পীর দিল্লুর রহমান ও তার অনুসারীদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রিট আবেদনে।