রাজশাহী ও বরিশালে বাড়তি ভাড়া নেওয়া শুরু
বাস মালিকরা ধর্মঘট প্রত্যাহারের পর উত্তরাঞ্চলের রাজশাহী শহর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল শুরু করেছে। তবে বর্ধিত ভাড়া আজ থেকেই নিচ্ছে ঢাকাগামী বাস মালিকরা।
রাজশাহী থেকে ঢাকাগামী ননএসি বাসে আগের ভাড়া ছিল ৪৮০ টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে ৬০০ টাকা। এসি বাসে আগে ১০০০ টাকা থাকলেও এখন নেওয়া হচ্ছে ১২০০ টাকা।
বর্ধিত ভাড়া আজ থেকেই নেওয়ার প্রসঙ্গে বিভিন্ন বাস কাউন্টারের কর্মচারীরা জানান, আজকে শুধু একটি বাস যাচ্ছে। তাও পুরো যাত্রী পাওয়া যাচ্ছে না। তাই বর্ধিত ভাড়া আজ থেকেই কার্যকর করা হয়েছে।
তবে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো জানান, কালকে থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে। কোনো জায়গায় কত টাকা, চার্ট টাঙিয়ে সেই অনুযায়ী ভাড়া নেওয়া হবে।
তিনি জানান, বিআরটিএর ঘোষণার পর সন্ধ্যা থেকেই রাজশাহীতে বাস চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে। রাজশাহীতে যেহেতু টাউন সার্ভিস নাই তাই সব রুটেই কিলোমিটারে ১.৮০ টাকা হারে ভাড়া কার্যকর হবে। তবে ঢাকাগামী দূরপাল্লার বাসের ক্ষেত্রে যমুনা সেতুর টোল যুক্ত হওয়ায় ভাড়া আরও কিছুটা বাড়বে।
রাজশাহীর মতো দক্ষিণাঞ্চলের বরিশাল শহরেও বেড়েছে ঢাকাগামী বাস ভাড়া। আগে নন-এসি বাস ভাড়া ৫০০-১০০০ টাকা হলেও, তা এখন বেড়ে ৬৫০-৮০০ টাকা নেওয়া হচ্ছে। এসি বাস ভাড়া নেওয়া হচ্ছে ১৩০০ টাকা। টিকেট ক্রয়কারী যাত্রী কাউন্টারের বিক্রেতাদের সূত্রে এসব তথ্য জানা গেছে।