রংপুর, ফেনীর এসপিসহ ৭ পুলিশ সুপার বদলি
রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সাহা ও ফেনী জেলার পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীসহ বাংলাদেশ পুলিশের মোট সাতজন পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
বিগত সপ্তাহে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অংশে মন্দির-মণ্ডপ ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর-দোকানপাটে হামলা হয়। এরমধ্যে ফেনী, চট্টগ্রাম রংপুরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর আজ এসব পুলিশ সদস্যের বদলির সিদ্ধান্ত আসে।
রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকারকে বদলি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে ও ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীকে পুলিশ অধিদপ্তরের সহকারি পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাকি পুলিশ কর্মকর্তাদের মধ্যে পুলিশ অধিদপ্তরের সহকারি পুলিশ মহাপরিদর্শক মো. ফেরদৌস আলী চৌধুরীকে রংপুর জেলা পুলিশ সুপার হিসেবে ও পুলিশ অধিদপ্তরের সহকারি পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে ফেনী জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বদলির মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার (ডিসি) বিজয় বসাককে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), সিলেট মহানগরীর উপ পুলিশ কমিশনার (ডিসি) সঞ্জয় সরকারকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় ও পুলিশ অধিদপ্তরের সহকারি পুলিশ মহাপরিদর্শক মো. সোহেল রানাকে চট্টগ্রাম মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
গত বুধবার কুমিল্লায় পূজামণ্ডপে কুরআন অবমাননার অভিযোগে দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনার জের ধরে দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ, মন্দির, বাড়িঘর এবং ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
গতকাল রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 'ধর্ম অবমাননা'র গুজব তুলে রংপুরের পীরগঞ্জে ২০টির বেশি হিন্দু বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।