রংপুরে ট্রেন ইঞ্জিনের ধাক্কায় অটো চালকসহ চারজন নিহত

রংপুরের পীরগাছার অন্নদানগরে সোমবার ট্রেনের ধাক্কায় অটো চালকসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
রংপুরের পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, আজ দুপুর ২টার দিকে পার্বতীপুর থেকে একটি ট্রেনের ইঞ্জিন বোনারপাড়া দিকে যাচ্ছিল। এ সময় অন্নদানগরের দক্ষিণ রেল ঘুমটি এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয় ইঞ্জিনটি। এতে ঘটনাস্থলেই মারা যান অটোচালক হামিদুল ইসলাম দুখু (৩৪) এবং যাত্রী নুরুন্নাহার বেগম (২৫)।
গুরুতর আহত অবস্থায় চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অটো যাত্রী সুমি আক্তার (২১) এবং মোস্তাফিজুর রহমান (৪২) নামে আরও দুইজন মারা যান।
এছাড়া হাবিবা (৩৭) এবং ফেরদৌসি (২২) নামে দুই অটো যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের মধ্যে সুমি আক্তার ও নুরনাহার বেগম একই পরিবারের দুই সদস্য বলে জানিয়েছে পুলিশ। হতাহতরা সবাই পীরগাছা থেকে লালমনিরহাট যাচ্ছিলেন।