ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা মেয়ের মৃত্যু
ময়মনসিংহের গৌরীপুরে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহরা হলেন- বাবা আসাদুল ইসলাম (৩২) ও তার তিন বছরের কন্যা শিশু জান্নাতুল অমি।
স্থানীয়রা জানায়, উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামের কৃষক আসাদুল ইসলাম তার তিন বছরের মেয়ে জান্নাতুল অমিকে কোলে নিয়ে জমিতে সেচের পানি দিতে যায়। এ সময় পুকুরের পাড়ে সেচ যন্ত্রের বৈদ্যুতিক সুইচ চাপতে গেলে বাবা মেয়ে দুজনই বিদ্যুৎপৃষ্ট হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান বাবা আসাদুল ইসলাম।
মারাত্মক আহত অবস্থায় মেয়ে অমিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা জানিয়ে বলেন, তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।