ময়মনসিংহে করোনাভাইরাসে কৃষকের মৃত্যু
সিভিল সার্জন ডাঃ এ বি এম মসিউল আলম জানিয়েছেন, নিয়ম মেনে মৃতের লাশ দাফন করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নিচ্ছেন তিনি।

ছবিটি প্রতীকী
ময়মনসিংহে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, গত ১০ এপ্রিল ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কইচ্যাকান্দা গ্রামের কৃষক আব্দুল কাদের করোনা শনাক্ত হওয়ার পর থেকে নগরীর এস কে হসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
সিভিল সার্জন ডাঃ এ বি এম মসিউল আলম জানিয়েছেন, নিয়ম মেনে মৃতের লাশ দাফন করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নিচ্ছেন তিনি।