মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
কেউ কেউ বলছেন, নিহতরা আলোচিত ব্যবসায়ী নাজমুল হত্যা মামলার আসামি। র্যাব তাদের পরিচয় নিশ্চিতের কাজ করছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে।
র্যাব-৯ এর শ্রীমঙ্গল ব্যাটালিয়নের কমান্ডার বসু দত্ত চাকমা জানান, রোববার ভোররাতে মিরতিঙ্গা চা বাগান এলাকায় র্যাবের গাড়ি লক্ষ্য করে তারা গুলি চালায়। এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে দুইজন নিহত হন।
নিহতদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, "আমরা পরিচয় নিশ্চিত হওয়ার কাজ করছি। তবে কেউ কেউ বলছেন তারা আলোচিত ব্যবসায়ী নাজমুল হত্যা মামলার আসামি। আমরা পরিচয় যাচাই-বাছাই করে নিশ্চিত হব।"