মৌলভীবাজারে আগুনে নিহত ৫

মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কের একটি দোতলা টিন শেড ঘরে আগুনে পুড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টার সময় ওই সড়কের পিংকি সু স্টোর নামে একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত। দোকানের উপরের বাসায় বিয়ের অনুষ্ঠানকে ঘিরে আত্মীয়-স্বজনরা জড়ো হয়েছিল বলে জানা গেছে।
ঘরে থাকা ১২ জনের মধ্যে পাঁচজন মারা গেছেন। আহত একজন স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন এবং বাকি দু’জন তাদের আত্মীয়।
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- পিংকি সু স্টোরের মালিক সুভাষ রায় (৬৫), তার মেয়ে প্রিয়া রায় (১৯), সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), সুভাষ রায়ের শ্যালকের স্ত্রী দীপা রায় (৩৫) ও দীপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)। এ ঘটনায় গুরুতর আহত সুভাষ রায়ের ভাই মনা রায় প্রনয় (৬০) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হারুন পাশা বলেন, সকাল সোয়া ১০টার সময় শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে আগুনের সূত্রপাত হয়। এ সময় উপরের বাসায় ঘরের ভেতর ১২ জন অবস্থান করছিলেন। আটকা পড়াদের মধ্যে সাতজন বের হতে পারলেও পাঁচজন আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ শুরু করে। পরে আরো দুইটি ইউনিট যোগ দেয়। পরবর্তী সময়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ এবং ফায়ার সার্ভিস। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না, তবে গ্যাস লাইনের রাইজারের কারণে আগুন দ্রুত ছড়িয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে।
মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে জানান, মরদেহ সৎকারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।