মিরপুরে বস্তিতে আগুন, খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে শুক্রবার ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ আগুনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের এখন আশ্রয় খোলা আকাশের নিচে।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শারমিন (৪০) নামে এক নারী আহত হয়েছেন। ঘর পুড়েছে শতাধিক।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলন্তিকা বস্তিবাসীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। বস্তিবাসী জোসনা বলেন, “ভোররাতের আগুনে আমাদের পাঁচটি ঘর পুড়ে গেছে। আমরা একটি ঘরে থাকতাম, আর বাকি ঘরগুলো ভাড়া দিতাম। এই বস্তিতে আমার মায়ের ১০টি ঘর আছে। ওই ঘরগুলো পুড়ে গেছে।”
তিনি আরও বলেন, “মা-বাবা আমার জন্মের আগে থেকেই বস্তিতে থাকে। দুঃখের কথা কী বলব। এ দেশে রোহিঙ্গারা থাকতে পারে আর আমরা বস্তিতে থাকতে পারি না।
“কিছুদিন পরপরই আমাদের বস্তিতে আগুন লাগে। ভোট নেওয়ার সময় নেতারা আমাদের কাছে আসে। আর আগুন লাগলে আমাদের খোঁজ খবরও নেয় না ঠিকমতো। এ কোন দেশে থাকি আমরা।”
আরেক বাসিন্দা ইয়ানুর বেগম জানান, রাতে সাড়ে তিনটার দিকে আগুন লাগে। তখন রহিমা বেগমের ঘরে আগুন দেখেন। এর কিছুক্ষণ পরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, ছড়িয়ে পড়া আগুনের মধ্যে আরও একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুনে সব পুড়ে শেষ হয়ে যাওয়ার পরে ফায়ার সার্ভিসের গাড়ি আসে। হাতে গোনা অল্প কয়েকটি ঘরের আগুন নেভাতে পারে ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

চলন্তিকা বস্তির বাসিন্দা মো. হানিফ বলেন, ২০১৯ সালের ১২ আগস্ট প্রথম আগুন লাগে এখানে। এরপর ওই এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সাইনবোর্ড লাগানো হয়। এতে বলা হয়, নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের পুর্নবাসনের জন্য ফ্ল্যাট প্রকল্পের নির্ধারিত স্থান এটি। ৩৬ জন মুক্তিযোদ্ধার সাথে আরও কিছু লোকজন মিলে মোট ১২৬ জন এই রিটের পক্ষে স্বাক্ষর করেছে।
হানিফ বলেন, “রিটে জানতে চাওয়া হয়েছে এখানে যদি বস্তিবাসীকে উচ্ছেদ করে ভবন করা হয়, সেই ভবনে কারা থাকবে। যদি বস্তিবাসীকে উচ্ছেদ করে অন্য কাউকে সেই ভবনে তোলা হয়, তাহলে আমরা এই জায়গা ছেড়ে দিব না। আর যদি বস্তিবাসীদের জন্য এখানে ভবন করা হয়, সেই ভবনে বস্তিবাসী থাকতে পারে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ভোররাত ৪টা ১১ মিনিটের দিকে মিরপুর-৭ নম্বর রোডে একটি বস্তিতে আগুন লাগে এবং তা দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিরপুর জোনের উপসহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।