মিছিলেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে মিছিল করতে করতে কর্মী সমাবেশে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা কৌশিক আহমেদ (৩৫)। কিন্তু পথেই আচমকা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন তিনি। শনিবার দুপুরে ঘটে এ ঘটনা।
মৃত কৌশিক আহমেদ লালমাই পেরুল উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তার বাড়ি উপজেলার উৎসবপদুয়া গ্রামে।
শনিবার বিকেলে সদর দক্ষিণের বিজয়পুর স্কুল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুপুর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কৌশিকের নেতৃত্বে পেরুল থেকে একটি মিছিল সমাবেশস্থলের উদ্দেশে রওনা দেয়। সমাবেশস্থলের কাছাকাছি বিজয়পুর ন্যাশনাল পাম্পের সামনে পৌঁছানোর পর ঘুরে মাটিতে পড়ে যান কৌশিক। তৎক্ষণাৎ সেখানেই মৃত্যু হয় তার।
কৌশিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু। তিনি জানান, নিহতের স্মরণে কর্মী সমাবেশের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, 'শুনেছি স্বেচ্ছাসেবক লীগের এক নেতা হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছি।'