মার্কেট ও শপিংমল বন্ধের সময় বাড়ল ৪ এপ্রিল পর্যন্ত
করোনা ভাইরাসের কারণে ২৫ মার্চ থেকে সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখছে দোকান মালিক সমিতি। প্রাথমিকভাবে সিদ্ধান্ত ছিল, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে এগুলো।
করোনা পরিস্থিতিতে ৪ এপ্রিল পর্যন্ত বাড়ল ওই বন্ধ রাখার মেয়াদ। তবে খোলা থাকবে শুধু কাঁচাবাজার, নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান। রোববার দোকান মালিক সমিতি এই সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে ২২ মার্চ সমিতির সভাপতি মো. হেলালউদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া ও সিনিয়র সহ-সভাপতি তৌফিক এহসান এক যৌথ বিবৃতিতে জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে মার্কেটগুলো ক্রেতাশূন্য হয়ে পড়ায় শ্রমিক, কর্মচারী ও মালিকদের এই সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপারশপ, সুপার মার্কেটসহ সব মার্কেট বন্ধ থাকবে।
তবে কাঁচাবাজার, মুদি দোকান, ঔষুধের দোকান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খোলা থাকবে।
তখন সমিতির মহাসচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি কোনো অবস্থায়ই পণ্যের দাম না বাড়ানোর অনুরোধ জানানো হয়।
এদিকে রোববার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, দেশে বৈশ্বিক মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। এর ফলে গত দু'দিনে নতুন কেউ আক্রান্ত হয়নি। নতুন কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।
অনলাইন সংবাদ সম্মেলনে আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারো দেহে করোনা শনাক্ত হয়নি। যারা চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনো চিকিৎসাধীন ২৮ জন।