মানিকনগরে বস্তিতে আগুন, পুড়ে ছাই প্রায় দেড় শতাধিক ঘর
বেলা ৩:২০ মিনিটে বস্তির কুমিলা পট্টি বস্তির একটি টিনশেড ঘরে আগুনের সূত্রপাত হয়

সংগৃহীত প্রতীকী ছবি
আজ রোববার বিকেলে (২১ ফেব্রুয়ারি) রাজধানী মানিকনগর এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে প্রায় দেড় শতাশিক বস্তিঘর।
বেলা ৩:২০ মিনিটে বস্তির কুমিলা পট্টি বস্তির একটি টিনশেড ঘরে আগুনের সূত্রপাত। সেখান থেকেই তা আশেপাশের অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে বেলা ৪:৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়।