মাদারীপুরে বিষ দিয়ে মারা হলো ১৬ বানর
মাদারীপুর পৌরসভার চরমুগরিয়া বন্দরে বিষ প্রয়োগ করে ১৬টি বানর হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে চরমুগরিয়া বন্দরের ৯ নম্বর ওয়ার্ডের বনের মাঝে তারা বানরগুলোকে মৃত অবস্থায় দেখতে পান। কেউ তাদের বিষ প্রয়োগ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
জেলা বন কর্মকর্তা তাপস কুমার সেনগুপ্ত জানান, এ ঘটনায় বন সংরক্ষণ আইনে সদর থানায় মামলা করা হয়েছে।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, 'নিষ্ঠুরভাবে বন্যপ্রাণী বানরগুলোকে হত্যা করায় মর্মাহত হয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।'
চরমুগরিয়ার অধিকাংশ এলাকা বনে ঢাকা। সেখানে দীর্ঘদিন ধরেই বানর বাস করে আসছে। এক সময় সেখানে ১০ হাজারের মতো বানর থাকলেও তা এখন কমে দেড় থেকে আড়াই হাজারে নেমে এসেছে।