মসজিদ খুলে দেওয়ার ঘোষণা দিলেন মেয়র
গাজীপুর মহানগরীর মসজিদগুলো মুসল্লিদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মসজিদে তারাবির নামাজ সর্বোচ্চ ১২ জন আদায়ের সরকারি নির্দেশ জারি থাকা সত্ত্বেও মেয়র মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার আঞ্চলিক অফিস থেকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ৬ এপ্রিল থেকে দেশের সহ মসজিদে সর্বোচ্চ পাঁচজন করে মুসল্লি নামাজ আদায় করার নির্দেশ রয়েছে। সেইসঙ্গে ২৪ এপ্রিল থেকে মসজিদে সর্বোচ্চ ১২ জন করে তারাবির নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশ জারি থাকা সত্ত্বেও এমন ঘোষণা দিলেন মেয়র।
মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর মহানগরীতে মাত্র দু'একটি এলাকায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বাকিরা পার্শ্ববর্তী উপজেলাগুলোতে অবস্থান করছেন। যেহেতু গাজীপুরের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো খুলে দেওয়া হয়েছে। এসব কারখানায় সামাজিক দূরত্ব বজায় না রেখে যদি শ্রমিকরা কাজ করতে পারেন, তাহলে মসজিদেও মুসুল্লিরা নামাজ আদায় করতে পারবেন।
তিনি আরও বলেন, মানুষ সামাজিক দূরত্ব বজায় না রেখে বাজারে ও দোকানে যাচ্ছে, ভিড় করছে। তাই এ রমজান মাসে এখন আর মসজিদের অল্পসংখ্যক মুসল্লিদের জন্য সীমাবদ্ধ রাখার কোনো প্রয়োজন নেই।