মন্ত্রিসভায় রদবদল
এক মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বন্টন করে মন্ত্রিসভায় রদবদল এনেছে সরকার।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ.ম. রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।
এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে একই দায়িত্ব দেওয়া হয়েছে।