ভ্রাম্যমাণ সবজি বাজার

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নগরবাসীর বাজারে যাওয়া নিরুৎসাহিত করতে ভ্রাম্যমাণ সবজি বাজার চালু করেছে রাজশাহী জেলা প্রশাসন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি বিপনন অধিদপ্তর।
মঙ্গলবার সকালে সংস্থাগুলোর যৌথ উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে গাড়িতে করে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করা হয়। পরিস্থিতির ওপর নির্ভর করে ক্রমান্বয়ে উপজেলা পর্যায়ে এ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল হক জানান, জেলা প্রশাসকের নির্দেশে এ কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার সকালে সাহেব বাজারের পাইকারি বাজার থেকে প্রায় ১৫ ধরনের তিন মণ সবজি কেনা হয়। এরপর জেলা প্রশাসনের একটি গাড়িতে করে তারা নগরীর হেতেমখাঁ, সবজিপাড়া ও সিটি কলেজ এলাকায় সেগুলো বিক্রি করেন।
তিনি বলেন, প্রথমদিনেই নাগরিকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। আপাতত প্রতিদিন এই ভ্রাম্যমাণ সবজি বাজার চালু থাকবে। পরিস্থিতি বিবেচনা করে এর পরিসর বাড়ানো হবে।