ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকাল ৮টা ২৪ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। কম্পনটির গভীরতা ছিল ২৮ দশমিক ৯ কিলোমিটার।
ভারতের জাতীয় ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের তেজপুর।
স্থানীয় সময় সকাল ৭টা ৫১ মিনিটে তেজপুরের ৪৩ কিলোমিটার পশ্চিমে প্রথম ভূমিকম্প অনুভূত হয়।
এরপর ৭টা ৫৫ মিনিটে একটি এবং কয়েক মিনিট পরে আরেকটি আফটারশক অনুভূত হয়।
আসামের স্থানীয় আইন প্রণেতা এবং নাগরিকেরা কম্পনের ফলে বিভিন্ন ক্ষয়ক্ষতির ছবি টুইট করেছেন।
আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইটারে লিখেছেন, "আসামে সবেমাত্র একটি বিশাল ভূমিকম্প হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি"।
এছাড়া গুয়াহাটি, মেঘালয় এবং বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতেও প্রচণ্ড কম্পন অনুভব করেছে।
বাংলাদেশে তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।