ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ হচ্ছে আগামীকাল থেকে
ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকারে বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার থেকে পরবর্তী ১৪ দিনের জন্য প্রতিবেশী দেশটির সঙ্গে সীমান্ত যোগাযোগ বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার থেকে বিষয়টি কার্যকর করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তবে জরুরি প্রয়োজনে, কলকাতা এবং দিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশন করোনা টেস্টের সার্টিফিকেট নেগেটিভ হওয়া সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের দেশে প্রবেশের অনুমতি দিতে পারবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যারা বিশেষ বিবেচনায় দেশে আসবেন তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতে টানা চতুর্থ দিনের মতো তিন লাখেরও বেশি রোগী শনাক্ত ও দুই হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে তিন লাখ ৪৯ হাজার ৬৯১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ২ হাজার ৭৬৭ জন।