ভারতের উপহারের ভ্যাকসিন দেশে এল

অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন অবশেষে ভারত থেকে দেশে এসে পৌঁছল।
বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে মুম্বাই এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টে এসে পৌছায় ভ্যাকসিনের চালান।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ফেসবুক পোস্ট বিষয়টি নিশ্চিত করে।
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ ভ্যাকসিন আমদানি করবে। তারই প্রথম চালানে আজ ২০ লাখ ভ্যাকসিন দেশে এল।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর মাধ্যমে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে এ চুক্তি করে বাংলাদেশ সরকার। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচী শুরু হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার এক ব্রিফিং এর মাধ্যমে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, "আগামী ২৭/২৮ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। টিকাপ্রাপ্ত ব্যক্তিদের এক সপ্তাহ পর্যবেক্ষণের পর আগামী ৮ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচী শুরু হতে যাচ্ছে। "
প্রাথমিকভাবে কুর্মিটোলা হাসপাতালে ২৫ জন সামনের কর্মীকে ভ্যাকসিন দেয়া হবে বলে জানান তিনি। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং কুয়েত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ৫০০-৬০০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
এদিকে ২৫ জানুয়ারির ভেতরে ৫০ লাখ ভ্যাকসিনের প্রথম চালান সেরাম ইনস্টিটিউট থেকে চলে আসার কথা রয়েছে।
তবে অন্যান্য দেড় কোটি পেশাজীবির কারা অগ্রাধিকার ভিত্তিতে টিকা গ্রহণ করতে পারবেন সে তালিকা এখনো সরকার চূড়ান্ত করতে পারেনি।
স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার বিভিন্ন সংস্থায় চিঠি দিয়ে জানায় তারা যেন বৃহস্পতিবারের ভেতরে প্রথম দফা টিকা গ্রহণের জন্য পেশাজীবিদের একটি তালিকা প্রস্তুত করে রাখে।