ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে গাড়িচালক আটক
গত দু'দিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া, ঢাকার বেইলি রোড এলাকার একটি দুর্ঘটনার ভিডিও ফুটেজ দেখে একটি ব্যক্তিগত গাড়ির চালককে আটক করেছে পুলিশ।
ভিডিওটিতে দেখা যায়, একটি কালো রঙের প্রাইভেট কার বেপরোয়া গতিতে পিছন থেকে একটি চলন্ত রিক্সাকে আঘাত করছে। ফলে রিক্সা আরোহী ও আরোহীর কোলে থাকা পাঁচ মাস বয়সী শিশু ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়।
সাইবার পেট্রোলিংয়ের অংশ হিসেবে ভিডিওটি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের নজরে আসে।
তাৎক্ষণিকভাবে তিনি অধীনস্ত সব কর্মকর্তাকে প্রাইভেট কারটির চালককে শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেন।
শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে হাতিরঝিল থানা এলাকা থেকে প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-গ-৩৫-২২৬৩) হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ।
পরে রাত পৌনে চারটার দিকে মেহেরপুর জেলা পুলিশের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন হাট বোয়ালিয়া নতুন বাজার এলাকা থেকে গাড়িটির চালক তাসকিনকে আটক করে ডিএমপির তেজগাঁও বিভাগ। আটককৃত তাসকিনকে ঢাকায় আনা হচ্ছে।
ঘটনাস্থল চিহ্নিত করে আটককৃত তাসকিন ও প্রাইভেট কারটি সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হবে বলে জানানো হয়েছে।