বড় ভাইয়ের ‘রডের আঘাতে’ ছোট ভাইয়ের মৃত্যু

পারিবারিক কলহ থেকে ‘মাকে মারধর করায়’ নিজের আপন ছোট ভাইকে ‘রড দিয়ে পিটিয়ে’ হত্যা করার অভিযোগ উঠেছে রাজশাহীর বোয়ালিয়া থানার এক ব্যক্তির বিরুদ্ধে।
নিহত ব্যক্তির নাম আশরাফুল খন্দকার (৪০)। যার বিরুদ্ধে হত্যার অভিযোগ তার নাম নুরে আলম (৪৩)। তারা দুজন রাজশাহী মহানগরীর শেখের চক এলাকার বাসিন্দা সানোয়ার হোসেনের ছেলে।
শনিবার দুই ভাইয়ের মারামারির পর আহত আশরাফুলকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করার পর সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আশরাফুলের মৃত্যুর ঘটনায় বাদী হয়ে বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছে তার মেয়ে জান্নাতি আনিকা। মামলার পরপরই অভিযুক্ত নুরে আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, “পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার নিজের মাকে মারধর করছিলো আশরাফুল। এতে ক্ষিপ্ত হয়ে বড় ভাই নূর আলম ছোট ভাই আশরাফুল খন্দকারকে লোহার রড দিয়ে পেটায়। এসময় সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।”
তিনি আরও বলেন, “পরিবারের লোকজন আশরাফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘাতক বড় ভাইকে গ্রেপ্তার করেছে। নিহতের লাশ ময়না তদন্ত শেষে স্বজনরা দাফনের জন্য নিয়ে গেছেন।”