'বেড়েছে তেলের দাম, গ্যাসের গাড়ি বন্ধ কেন'
সরকার ডিজেলের দাম বাড়িয়েছে। তাই পরিবহন মালিকরা ক্ষতি থেকে রক্ষা পেতে গাড়ি বন্ধ রেখেছে এবং সরকারের কাছে ভাড়া বাড়ানোর দাবি জানাচ্ছে।
কিন্তু ঢাকার ৯৮ শতাংশ বাসই সিএনজিচালিত। তবু মালিকরা সেসব বাসও বন্ধ রেখে যাত্রীদের ভোগান্তিতে ফেলছেন।
মালিকদের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, 'এখনও ঢাকা শহরের ৯৮ ভাগ গাড়ি গ্যাসে চলে। মালিকরা সরকারকে চাপে রেখে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই এগুলো বন্ধ রেখেছে।
এখন যদি গ্যাসের দাম বাড়ানো হত, তাহলে তারা বলত আমাদের সব গাড়ি গ্যাসে চলে। আসলে তারা সংঘবদ্ধ এবং নিজেদের স্বার্থের ব্যপারে সচেতন।'
এর কারণ জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শওকাত আলী বাবুল বলেন, 'ঢাকা শহরে একসময় ৯৮ শতাংশ বাস সিএনজি চালিত থাকলেও এখন তা কমে ১-২ শতাংশে নেমে এসেছে। বেশিরভাগ বাস এখন তেলে চলে।'
সেই ২ শতাংশ বাস কেন বন্ধ রাখা হয়েছে, এমন প্রশ্ন করলে তিনি বলেন, 'একজন মালিকের ১০টা বাসের মধ্যে বেশিরভাগ ডিজেলচালিত। হয়তো একটা বা দুইটা গ্যাসচালিত বাস আছে। এখন তার ৮ গাড়িই বন্ধ রেখে সেই দুইটা গাড়ি নিশ্চয় চালাবেন না।
তবে একজন বাস মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, গ্যাসচালিত গাড়ি বন্ধ রাখা হয়েছে সাংগঠনিক শৃঙ্খলা ও নেতাদের মন রক্ষার খাতিরে।