বেতনের দাবিতে কুমিল্লা ইপিজেডে শ্রমিকদের অবস্থান

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লা ইপিজিডের রাস্তায় বসে বিক্ষোভ করেছেন প্রায় পাঁচ শতাধিক শ্রমিক। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া বিক্ষোভ চলে বিকেল সোয়া ৪টা পর্যন্ত। শ্রমিকরা বলেছেন, তিন মাস ধরে তাদের বেতন পরিশোধ করা হয়নি। তাই তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
শ্রমিকরা জানান, কুমিল্লা ইপিজেডের ওয়াইসিস হাই টেক স্পোর্টস ওয়ার লিমিটেডের প্রায় পাঁচ শতাধিক শ্রমিককে গত তিন মাস ধরে বেতন দেওয়া হয় না। এরইমধ্যে প্রায় ৩০০ শ্রমিক ওই কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে চলে গেছেন।
বুধবার চাকরি ছেড়ে চলে যাওয়া ৩০০ শ্রমিক ও বর্তমানে কাজ করা ২০০ শ্রমিক একত্রিত হয়ে বেতনের দাবিতে ইপিজেডের ভেতর অবস্থান নেন। পরে বৃষ্টি শুরু হলে বাধ্য হয়ে তারা সেখান থেকে চলে যান।
তারা আরও জানান, এর আগে বেতনের দাবিতে তারা একবার বিক্ষোভ করেছিলেন। তখন সোহেল রানা নামে ইপিজেডের এক কর্মকর্তা ২২ এপ্রিলের মধ্যে তাদের বেতন বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজ তারা বেতন নিতে এলে তাদেরকে প্রথমে ইপিজেডের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
কুমিল্লা সদর (দক্ষিণ) থানার ওসি নজরুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকদের নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য আমরা বলেছি। আন্দোলনরতদের বেশিরভাগই কিছুদিন আগে চাকরি ছেড়ে দিয়েছেন। তারা বকেয়া বেতনের জন্য এসেছিলেন।
এ বিষয়ে কুমিল্লা ইপিজেড ও ওয়াইসিস হাই টেক স্পোর্টস ওয়ার লিমিটেড কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।