বৃষ্টিতে তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি সেলসিয়াস
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে কুমিল্লায় তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে এসেছে।
গত শুক্রবার (১২ নভেম্বর) জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শনিবার (১৩ নভেম্বর) তা দাঁড়ায় ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। কুমিল্লা আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা যায়।
গতকাল শনিবার দিনভর কুমিল্লার আকাশ মেঘলা ছিল। দুপুরের দিকে হালকা বৃষ্টিপাত হলেও বিকেল থেকে বাতাসের বেগ খানিকটা বৃদ্ধি পায়। এতে কনকনে ঠাণ্ডা অনুভূত হওয়ায় শীতের পোশাকে বের হয় কুমিল্লার মানুষ।
কুমিল্লার আবহাওয়া কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া জানান, আজ থেকে বৃষ্টিপাত বন্ধ এবং তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরো জানান, দক্ষিণ আন্দামান সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা নিম্নচাপে পরিণত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে। ওই নিম্নচাপটি কেটে গেলে কুমিল্লাসহ দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ শুরু হতে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মিজানুর রহমান জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ফসলের জন্য ভালো হয়েছে। যদি ভারি বৃষ্টি হয় তাহলে সরিষাসহ অন্যান্য ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।