মন্ত্রী বীর বাহাদুর করোনা আক্রান্ত, ঢাকা সিএমএইচে ভর্তি

কনোরাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসার পর তাকে সেখানে ভর্তি করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার এক বার্তায় এ তথ্য জানায়।
(আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান বার্তা সংস্থা ইউএনবিকে জানান, 'মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বেলা ১২টা ৪০ মিনিটে তেজগাঁও হেলিপ্যাডে নামার পর সেখান থেকে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।'
বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা এর আগে মন্ত্রীর করোনা সংক্রমিত হওয়ার বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল শনিবার বান্দরবান জেলার ৯ জনের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট আসে। তার মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর রয়েছেন।
'কিছু দিন আগে মন্ত্রী শ্বাসকষ্টে ভুগছিলেন। তার ডায়বেটিসও রয়েছে। নমুনা সংগ্রহ করে পার্শবর্তী জেলা কক্সবাজার মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। এরপর রিপোর্টে করোনাভাইরাসের পজেটিভ আসে' বলেন সিভিল সার্জন।
গত বৃহস্পতিবার মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের নমুনা বান্দরবান থেকে কক্সবাজার মেডিকেল কলেজে করোনা পরীক্ষার ল্যাবে পাঠানো হয়েছিল। এরপর গতকাল শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে।
মন্ত্রির এপিএস সাদেক হোসেন চৌধুরী উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে মন্ত্রীকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছিলেন। এসময় মন্ত্রী নিজ বাড়িতে অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে বা আইসোলেশনে ছিলেন।
গতকাল শনিবার বান্দরবান জেলায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯ জন। এরমধ্যে পার্বত্যমন্ত্রী ছাড়াও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের এক কর্মচারীও রয়েছেন। এ নিয়ে বান্দরবানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।
বীর বাহাদুর ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বান্দরবান ৩০০ আসন থেকে আওয়ামী লীগের সাংসদ হিসেবে নির্বাচিত হন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রীসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান তিনি।
এর আগে দুই দফায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের্র চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। আওয়ামী লীগের এই নেতা ১৯৯১ থেকে এপর্যন্ত জাতীয় সংসদে ছয়বার নির্বাচিত হয়েছেন।