বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার

টঙ্গীর তুরাগ নদের তীরে আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) শুরু হচ্ছে ৫৪তম বিশ্ব ইজতেমা এটি এই ইজতেমার প্রথম পর্ব।
এরই মধ্যে শেষ হয়েছে প্রস্তুতিমূলক সব কাজ। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং মুসল্লিদের যাতায়াত ও সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে নানা পদক্ষেপ।
প্রথম পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা আগামী ১০, ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর চারদিন বিরতি দিয়ে ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের ইতজেমা।
প্রথম পর্বের শেষ দিন ১২ জানুয়ারি ও দ্বিতীয় পর্বের শেষ দিন ১৯ জানুয়ারি উভয় পর্বে মুসলিম জাহানের সুখ, শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে ৫০তম বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।
ইজতেমার মুসল্লিদের সার্বক্ষণিক চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ বৃহস্পতিবার থেকে ইজতেমা চলাকালীন গাজীপুরে এ বিভাগের সব চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।