বিরক্তিকর প্রচারমূলক এসএমএস থেকে রেহাই পাওয়ার উপায়
যে টেলিকম প্রতিষ্ঠানের সিমই ব্যবহার করা হোক, প্রতিনিয়ত তারা তাদের বিভিন্ন অফার বা ক্যাম্পেইনের এসএমএস পাঠাতেই থাকে গ্রাহকের নাম্বারে। মোবাইল অপারেটরদের নিত্য নতুন সার্ভিস সম্পর্কে জানাতে এসব এসএমএস ভূমিকা রেখে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে এসব অপ্রয়োজনীয় এসএমএসের ভিড়ে আমরা গুরুত্বপূর্ণ মেসেজগুলোই হারিয়ে ফেলি। আজকাল অনেকের কাছেই তাই এসব এসএমএস বিরক্তির আরেক নাম।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) তাই 'ডু নট ডিস্টার্ব' বা 'ডিএনডি' সার্ভিস চালু করেছে, যার মাধ্যমে গ্রাহকেরা এখন থেকে টেলিকম প্রতিষ্ঠানের পণ্য ও প্রচারের এসব এসএমএস আসা বন্ধ করতে পারবে।
মজার ব্যাপার হচ্ছে, এই ব্যবস্থাটি নতুন নয়। অনেক আগে থেকেই কোম্পানিগুলো এমন একটি ব্যবস্থার সুযোগ রেখেছে, কিন্তু প্রচারের অভাবে গ্রাহকদের এই 'ডিএনডি' সার্ভিস সম্পর্কে জানা নেই। অবশেষে এবার কমিশন গণমাধ্যমে এ বিষয়ে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে।
মোবাইলে প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে অপারেটর ভিত্তিক 'ডু নট ডিস্টার্ব' শর্টকোডগুলো হচ্ছে- গ্রামীণফোন (*১২১*১১০১#), বাংলালিংক (*১২১*৮*৬#) এবং রবি ও এয়ারটেল(*৭#)।