বিয়ের আসর থেকে কোয়ারেন্টিনে

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গ্রীস ফেরত এক তরুণের বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন।
এ সময় কনে পক্ষকে ৫০ হাজার ও কমিউনিটি সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বরকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার শহরের কোর্ট রোডের পৌর কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের এক তরুণ গত ৮ মার্চ গ্রীস থেকে দেশে ফেরেন। এরই মধ্যে হোম কোয়ারেন্টিন না মেনে তিনি আজ দুপুরে বিয়ে করতে বরযাত্রীসহ পৌর কমিউনিটি সেন্টারে আসেন। খবর পেয়ে সেখানে হাজির হয় জেলা প্রশাসন।
এদিকে জরিমানার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত কমিউনিটি সেন্টারের ম্যানেজারকে সতর্ক করে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত তার প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দীন জানান, খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে জরিমানার পাশাপাশি বিয়ে বন্ধ করে দেয়।
আরও দুই প্রবাসী বরকে জরিমানা, বিয়ে স্থগিত
কুলাউড়া উপজেলায় বিয়ের পিঁড়িতে বসা ও বিয়ের আয়োজন করায় ওমান ফেরত দুই প্রবাসী বরকে ২০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে তাদের অর্থদণ্ড প্রধান করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।
তিনি জানান, কুলাউড়ার ব্রাক্ষণবাজার ও ভাটেরা এলাকার দুইজন ওমান থেকে দেশে ফিরেছেন। সরকারি আদেশ অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার কথা। কিন্তু এদের একজন আজকে বিয়ের পিঁড়িতে বসেছেন আর অপরজনের আগামীকাল শুক্রবার বিয়ের আয়োজন করেছেন। তাদের উভয়কে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিয়ের আয়োজন স্তগিত করা হয়েছে ।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, আমরা মানুষকে সচেতন করতে কাজ করছি। আমরা সংবাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, কাজ ছাড়া বাইরে বের হবেন না, ভিড় এড়িয়ে চলুন। করোনা প্রতিরোধ সরকারি নির্দেশনা মেনে চলুন।