বাড়ি বাড়ি গিয়ে রোগী দেখছেন চিকিৎসকরা
রাজশাহীর বাগমারায় জ্বর, সর্দি, কাশিসহ বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা দিতে চিকিৎসকরাই ছুটে যাচ্ছেন রোগীদের বাড়ি বাড়ি। ফলে রোগীদের আর হাসপাতালে যেতে হচ্ছে না। তাদের খুঁজে খুঁজে, বাড়িতে গিয়ে চিকিৎসা দেওয়ার কাজটি করছেন বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা। সংগ্রহ করা হচ্ছে করোনাভাইরাসের নমুনাও।
এই সঙ্কটকালে যখন ঘর থেকে বের হওয়া মানা, জ্বর, সর্দি-কাশি বা সাধারণ কোনো রোগে আক্রান্ত রোগীদের যেন বাইরে আসতে না হয়, সেজন্য বাড়ি গিয়ে চিকিৎসা সেবা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসার পাশাপাশি দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ওষুধপত্রও।
শুধু তাই নয়, ঢাকা-নারায়নগঞ্জ থেকে আসা মানুষ বা করোনাভাইরাসের উপসর্গ রয়েছে এমন রোগীসহ তাদের সংস্পর্শে আসা অন্যদের নমুনা সংগ্রহও করছেন এই মোবাইল টিমের সদস্যরা। ছয় সদস্যের টিমে রয়েছেন তিনজন চিকিৎসক, দুজন ল্যাব টেকনোলজিস্ট ও একজন গাড়িচালক।
এ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ৬০ জনের চিকিৎসা ও ২১ জনের নমুনা সংগ্রহ করেছে এই মোবাইল টিম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রাব্বানি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানিয়েছেন।