বাড়ছে না ট্রেনের ভাড়া
জ্বালানি তেলের দাম বাড়লেও ট্রেনের ভাড়া অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা শুরু হয়। স্টেশনটি উদ্বোধনকালে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের বলেন, 'রেলওয়ে একটি সেবামুখী প্রতিষ্ঠান। জনগণকে সাশ্রয়ী ও আরামদায়ক সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'
তিনি আরও বলেন, তেলের দাম বাড়লেও ট্রেন ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে গত ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার।
এই সিদ্ধান্তের প্রতিবাদে পরিবহন মালিক ও শ্রমিকরা ভাড়া বৃদ্ধি অথবা জ্বালানির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটের ডাক দেন।
পরবর্তীতে সরকার আন্তঃনগর ও দূরপাল্লার বাসের ভাড়া যথাক্রমে ২৬ দশমিক ৫ শতাংশ ও ২৭ শতাংশ বাড়ায়। অন্যদিকে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বাস ও লঞ্চমালিকদের দাবির পরিপ্রেক্ষিতে লঞ্চভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়।
জ্বালানির মূল্যবৃদ্ধি প্রভাব গিয়ে পড়েছে সাধারণ মানুষের ওপর। সেচ খরচ থেকে শুরু করে পণ্য পরিবহন পর্যন্ত সমস্ত খরচই বেড়ে গেছে তাদের। এই খরচের বোঝা চেপেছে ভোক্তার কাঁধে।
মানুষ যখন পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে লড়াই করছে, সেই মুহূর্তেই বাড়তি চাপ হয়ে এল কেরোসিন ও ডিজেলের মূল্যবৃদ্ধি।