বাবা-মায়ের পর দেড় বছরের শিশুও আক্রান্ত
দিনাজপুর সদর উপজেলার নয়নপুরের ওই শিশুর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।

ছবিটি প্রতীকী
দিনাজপুরে দেড় বছরের এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাব থেকে পাঠানো তথ্যমতে, দিনাজপুর সদর উপজেলার নয়নপুরের ওই শিশুর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
এর আগে শিশুটির বাবা-মাও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিশুটির পরিবার কয়েকদিন ধরে কোয়ারেন্টিনে রয়েছে।
এ নিয়ে জেলায় ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন।