বান্দরবান সদর ও রুমা রেড জোনে, বুধবার থেকে লকডাউন
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বান্দরবান সদর উপজেলার পৌরসভা এলাকা ও রুমা উপজেলাকে 'রেড জোন' ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে এ দুই উপজেলায় লকডাউন কার্যকর হবে জানিয়েছেন জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম হোসেন জানান, প্রশাসনের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।
বুধবার দুপুর ১২টার মধ্যে সকলকে প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, লকডাউন চলাকালীন সময় কোনো ব্যক্তি 'রেড জোনে' আর ঢুকতে বা বের হতে পারবেন না।
এছাড়া 'রেড জোন' ঘোষিত এলাকায় কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। তবে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মানবিক সহায়তা, ত্রাণ কার্যক্রম এবং কৃষি উপকরণ ও পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে বলে জানান তিনি।
পার্শ্ববর্তী জেলা কক্সবাজার মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে করা নমুনা পরীক্ষায় বান্দরবান জেলার আরও ১৪ জনের কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে সোমবার। এর প্রেক্ষিতে মঙ্গলবার দুপরে দুই উপজেলাকে 'রেড জোন' ঘোষণা করে প্রশাসন।
সিভিল সার্জন ডা. অংস্ইুপ্রু মারমা জানান, আক্রান্ত সংখ্যা এখন ৬৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সদর উপজেলা ৩০ জন এবং রুমা উপজেলায় পাঁচ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৫ জন।
তিনি বলেন, ৬ জুন করোনা উপসর্গ নিয়ে পৌরসভার বনরুপা এলাকার শাহাজাহান নামে এক ব্যক্তি মারা যায়। নমুনা পরীক্ষায় সোমবার রিপোর্টে তার করোনভাইরাসের পজেটিভ আসে।
এর আগে ৬ জুন বান্দরবান আসনের সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসি এমপি কোভিড-১৯ আক্রান্ত হন। পরদিন বান্দরবান থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে নিয়ে গিয়ে ঢাকার সিএমইচে ভর্তি করা হয়।
সিএমএইচে তিনি সুস্থ ও ভালো আছেন জানান সিভিল সার্জন অংস্ইুপ্রু মারমা।