বাংলাদেশের প্রতিরক্ষায় পাঁচ জাহাজ দেবে যুক্তরাজ্য
প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে বাংলাদেশকে পাঁচটি জাহাজ দেবে যুক্তরাজ্য।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গত শুক্রবার লন্ডন থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এই জাহাজগুলোর মাধ্যমে সমুদ্রসীমা পর্যবেক্ষণ ও সুরক্ষায় সহায়তা পাওয়া যাবে; বাংলাদেশ নীতিগতভাবে যুক্তরাজ্যের এ সিদ্ধান্তের সাথে এগোনোর কথা ভেবেছে।
গত বুধবার গ্লাসগোতে জলবায়ু বিষয়ক কপ-২৬ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা হয়।
এর আগে গত মাসে যুক্তরাজ্যের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের বিশেষ রণতরী এইচএমএস কেন্টকে দেশে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনী ও ব্রিটিশ হাই কমিশন বাংলাদেশ।
ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ হিসাবে এইচএমএস কেন্টের সে সফর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং একটি উন্মুক্ত ও নমনীয় আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতি তুলে ধরে বলে সে সময় উল্লেখ করে ব্রিটিশ হাই কমিশন।